Rules of Syntax and Exercise-01
Syntax (পদবিন্যাস): ইংরেজি বাক্যে word-এর ক্রম বা পারস্পারিক agreement অনুযায়ী arrangement পদ্ধতিই Syntax বা পদ বিন্যাস। একটি সার্থক বাক্য গঠন করতে অবশ্যই শব্দগুলোকে সামঞ্জস্যপূর্ণভাবে সঠিকভাবে বিন্যাস করতে হবে।এবং বাক্যে ব্যবহৃত শব্দগুলির পারস্পারিক সম্পর্ক অনুযায়ী উহাদিগকে যথাযথ form এবং ক্রম অনুসারে সাজাতে হবে। এবং সে কারনেই সঠিক ইংরেজি বাক্য গঠন করতে Syntax সম্বন্ধে জ্ঞান থাকা অপরিহার্য।
1. Verb-এর form অবশ্যই subject-এর number ও person অনুসারে হবে। He eats rice. I am going. You are reading
2.The Error of Proximity: অনেক সময় Verb- এর number ইহার প্রকৃত subject অনুযায়ী না লিখিয়া নিকটবর্তী noun বা pronoun অনুযায়ী লেখা হয়। এটা ভুল। One of them was (not, were) present there. The best of the boys has (not, have) got a prize. The presence of so many men is encouraging. Each of the girls is clever.
3.(a) Common Noun-এর পূর্বে ‘one of the’ থাকিলে Noun-টির plural number হয়। He is one of the best boys (not, boy). One of the men (not, man) gave me the book. Lend me one of the pens.
NOTE: (i) “One of the rooms is closed”, বাক্যটিতে প্রকৃত subject-word হল ‘one’; সুতরাং verb-টি singular হবে। One of the rooms is closed (not are closed).
(ii) আবার কখনো কখনো plural noun or pronoun and a relative clause-এর পূর্বে ‘One of’ দেখে ভুলবশতঃ আমরা singular verb ব্যবহার করি। Incorrect: He is one of those persons who is never satisfied with his job. This is one of the buildings that was destroyed in the earthquake. বাক্য দু’টিতে ‘who’ এবং ‘that’-এর antecedents ‘one’ নয়, ‘persons’ and ‘buildings’। এবং উহারা plural। সুতরাং correct sentence হবে: Correct: He is one of those persons who are never satisfied with their job. This is one of the buildings that were destroyed in the earthquake.
(iii)(a) One in ten boys is in default. Two in ten boys are in default.
(b) For ‘more than one’ এবং ‘more than two’: ‘More than one’ Phrase-টি ‘one’-এর compound। সুতরাং Phrase-টির পরে singular noun এবং singular verb বসে। কিন্তু ‘more than two’ Phrase-টি ‘two’-এর compound। সুতরাং Phrase-টির পরে plural noun এবং plural verb বসে। More than one man was present there. More than two boys were present there.
4. Infinitive, a Gerund, a Verbal Noun, a Clause or Phrase subject হিসাবে third person singular number। সুতরাং উহাদের পরে singular verb বসে। To err is human. Swimming is a good exercise. The writing of letters well is not easy. That he is ill is known to all. Success at any cost was his aim.
5. যখন plural noun সমষ্টিগতভাবে একক কিছু বুঝায়, তখন উহার পরে singular verb বসে: Fifty rupees is enough for me. Twenty shillings makes one pound. Three miles is a long distance. Eight takas was the price of the thing. কিন্তু, “Twice two is four ‘and “Twice two are four” উভয়ই correct।
6. কোন বস্তুর নাম বা দেশের নাম আপাতঃ দৃষ্টিতে plural হলেও উহাদের পরে singular verb বসে। (কারন, Proper Noun সর্বদাই singular। Plural হলেই উহারা Common Noun।) The United States of America is a rich country. The Folk Tales of Bengal is a good book.
7. Collective noun একই প্রকারের অনেকগুলির সমষ্টি বুঝাইলে verb-টি singular হয়; বিভক্ত বা স্বতন্ত্র বা পৃথকভাবে বুঝাইলে verb-টি plural হয়। তখন উহাকে Noun of Multitude বলে। The class is large. The audience are requested to take their seats. (দর্শকদের পৃথকভাবে বোঝানো হয়েছে।) We must be consistent. Thus, we should write: The Board has agreed to grant a bonus to its (not, their) employees.The mob do (not, dose) not know their mind.
8. (a) যদি Subject এবং Complement ভিন্ন number হয়, অবশ্যই subject অনুযায়ী বসবে। Our guide was (not, were) the stars. The stars were our guide. Germany’s great need was colonies. Colonies were Germany’s great need.
(b) বিশেষ লক্ষ্যনীয়ঃ “what”- এর পরে Verb singular ও plural উভয়ই হতে পারে। নিচের বাক্যগুলিতে what-এর পরবর্তী প্রথম verb-টি singular, কিন্তু দ্বিতীয় verb-টি plural complement-এর আকর্ষনে ভুলে plural করা হইয়াছে। What is required are (হবে. is) houses at fair rents. What seems to be needed are (হবে. is) strict measure. What strikes me most there are (হবে, is) its beautiful roads.
নিচের বাক্যগুলোতে বিপরীত ধরনের ভুল হয়েছে:
We have been invited to abandon what seems to be the most valuable parts of out constitution (হবে seem; abandon the parts of our constitution that seem). He decided, for what was good reasons, not to go there (হবে were; for reasons that were).
(c) যে সকল sentence Introductory ‘there’ দ্বারা শুরু হয়, তাদের number সম্পর্কে সতর্ক থাকতে হবে। ‘There is’ ব্যবহৃত হয় singular কিছু বোঝাতে: যেমন, There is a big tree near my house. অন্যদিকে plural কিছু বোঝাতে ব্যবহৃত হয় ‘there are’; যেমন, There are many good schools in the town.
মাঝে মাঝে বড় sentence-এ ও কিছু ভুল হতে পারে; যেমন, There is my friend Rakesh, my parents and uncle Subhas to help me. (friend Rakesh, parents and uncle Subhas) একাধিক ব্যক্তি। সুতরাং plural subject। তাই sentence-টি ‘there are’ দ্বারা শুরু হবে। (Note: Introductory ‘there’-এর পরে verb ‘to be’ বসে এবং প্রকৃত Subject verb-এর পরে বসে।)
EXERCISE-01
Fill up the blanks:—
No comments:
Post a Comment