English Grammar | English Language: Sentence Formation

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Thursday, December 3, 2015

Sentence Formation

Formation of Sentence

Word-এর nature বা প্রকৃতি সম্বন্ধে অামরা মোটামুটি একটা ধারনা পেয়েছি। এবারে আমরা Sentence গঠনের নিয়মগুলো জানার চেষ্টা করি।
একটি Sentence-এর মূল Word হচ্ছে Verb। Verb ছাড়া কোন Sentence হয় না
আমরা এও জেনেছি, Verb-এর অবশ্যই একটি Subject থাকবে। তবে Object থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।

Verb-কে ‘কে?’ বা ‘কারা?’ প্রশ্ন করে যে জবাব পাওয়া যায়, সাধারনত সেটাই Subject
কিন্তু, ‘কি?’ এবং ‘কাকে?’ প্রশ্ন করে যে জবাব পাওয়া যায় সেগুলো Object
আর জবাব না পাওয়া গেলে বুঝতে হবে এ Verb-টির কোন Object নেই। এছাড়া অন্যান্য কোন প্রশ্নের জবাব কখনো Subject বা Object হবে না, হবে Preposition-এর Object বা Adverbial Object.

করিম প্রতিদিন স্কুলে যায়’ বাক্যটিতে ‘যায়’ শব্দটি Verb। Verb-কে যদি ‘কে?’ প্রশ্ন করা হয়, তাহলে জবাবটি কি আসে? প্রশ্ন করে দেখি। কে যায়? – করিম। হ্যাঁ, জবাব আসে ‘করিম’। সুতরাং, ‘করিম’ এ বাক্যে ‘যায়’ Verb-এর Subject। ইংরেজী বাক্যে সাধারনত Subject Verb-এর পূর্বে বসে। সুতরাং, ইংরেজী করার সময় প্রথমে সাজাতে হবে ‘করিম যায়’। তারপরে ‘কোথায় যায়?’ – স্কুলে যায়। স্কুল শব্দটি Noun। কিন্তু, উহা Subject তো নয়ই - Object ও নয়।
কারন, ‘কি’ বা ‘কাকে’ প্রশ্নের জবাব না হলে Noun কখনো Verb-এর Object হয় না
সুতরাং, “school” শব্দটির পূর্বে একটি Preposition ‘to’ বসবে। কারন, Noun Subject বা Object না হয়ে বাক্যে ব্যবহৃত হলে Preposition দ্বারা উহাকে Connect করতে হয়।

সুতরাং, ‘করিম প্রতিদিন স্কুলে যায়’ বাক্যটিকে ইংরেজী করার সময় সাজাতে হবে, ‘করিম যায় সকুলে প্রতিদিন’ - এভাবে অর্থাৎ Karim goes to school everyday বা Everyday Karim goes to school. ‘Everyday’ এ বাক্যে Adverb. উহা সম্পূর্ন ঘটনাটিকে বা বাক্যটিকে modify করেছে। সুতরাং, এ ধরনের Adverb বাক্যের শুরুতেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। উহার পূর্বে কোন Prepositionবসবে না।

কারন, Noun Word বা Noun Phrase ছাড়া অন্য কোন Word বা Part of Speech-এর পূর্বে কোন Preposition বসে না

এখন, ‘ছেলেরা নিয়মিত বই পড়ে’ – বাক্যটিকে পরীক্ষা করি। এখনে, ‘পড়ে’ শব্দটি Verb. ‘কারা পড়ে?’ – ছেলেরা। সুতরাং, ‘ছেলেরা’Subject. আবার কি পড়ে?- বই পড়ে। সুতরাং, ‘বই’ object. ইংরেজী বাক্যে Subject-এর পরে Verb এবং Verb-এর পরে Object বসে।সুতরাং, ইংরেজী করার সময় বাক্যটি দাঁড়াবে ‘ছেলেরা পড়ে বই নিয়মিত’।

অর্থাৎ, বাক্য কাঠামো বা Structure টি হল:  Subject + Verb + Object + Adverbial
বাক্যটিকে ইংরেজী করলে দাঁড়াবে:  The boys   read   books   regularly.
                                                             Subject     Verb    Object      Adverb

আমরা আরও একটি বাক্য পরিক্ষা করি:   ‘রহিম আমেনাকে একটি কলম দিয়াছিল’
এবাক্যে 'দিয়াছিল' Verb। কে দিয়েছিল? - রহিম। সুতরাং,‘রহিম’ ‍Subject আবার কি দিয়েছিল? - একটি কলম। সুতরাং, ‘একটি কলম’ Object. কাকে দিয়াছিল? - আমেনাকে। ‘আমেনাকে’ শব্দটিও Object।

এ বাক্যে দুটি Object। কারন, ‘কি?’ এবং ‘কাকে?’ দুটি প্রশ্নের জবাবই object। তবে ‘কি?’ প্রশ্নের জবাব ‘একটি কলম’ – Direct Object এবং ‘কাকে’ প্রশ্নের জবাব ‘আমেনা’ Indirect Object। Verb-এর পরে Object সাজানোর সময় Indirect Object-কে Direct Object-এর পূর্বে বসাতে হবে।

শুধুমাত্র ‘কি’ এবং ‘কাকে’ প্রশ্নের জবাবই Object. অন্য কোন প্রশ্নের জবাব Object হবে না। ‘কি’ প্রশ্নের জবাব Direct Object (D. O.) এবং ‘কাকে’? প্রশ্নের জবাব Indirect Object (I. O.)। ইংরেজী বাক্যে Indirect Object সাধারনত Direct Object এর পূর্বে বসে।

সুতরাং, ইংরেজী করার সময় বাক্যটিকে সাজাতে হবে:
              রহিম    দিয়াছিল    আমেনাকে     একটি কলম
               Subject   + Verb     + Indirect Object  + Direct Object
   অর্থাৎ Rahim      gave           Amena                 a pen.

এখানে একটা ব্যাপার লক্ষ্যনীয়, আমেনা + কে। Noun-এর সাথে বাংলায় ‘কে’ বিভক্তি থাকলেও ইংরেজীতে এর পূর্বে কোন Preposition বসবে না। কারন, ‘আমেনাকে’ শব্দটি Verb এর Object.
Verb-এর Subject বা Object কোন Preposition নেয় না

তবে Indirect Object কে Direct Object-এর পরে সাজালে Indirect Object-এর পূর্বে Preposition বসাতে হবে। অর্থাৎ Indirect Object যদি Direct Object এর পরে বসে তাহলে Indirect Object অবশ্যই Preposition নেবে।
সুতরাং,উপরের বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি:
Rahim     gave     a pen   to    Amena
     S               V           D.O            P.O.(I.O.)

তাহলে দেখা যায় যে একটি বাক্যের Structure হবে:
              Subject + Verb + Indirect Object + Direct Object
অথবা, ‍Subject+ Verb+ Direct Object+ Preposition+ Indirect Object

বাক্যে দুটো Object থাকলে একটি Direct Object (D.O) এবং অপরটি Indirect Object(I.O)। ইংরেজী বাক্যে Indirect Object টি সাধারনত Direct Object-এর পূর্বে বসে
যদি Indirect Object-কে Direct Object-এর পরে বসাতে হয়, তাহলে তার পূর্বে (অর্থাৎ Indirect Object-টির পূর্বে ) Prepositionবসাতে হবে। Direct Object এর পরে অন্য যে কোন Noun বসলেও তার পূর্বে Preposition বসাতে হবে। অর্থাৎ, Direct Object এর পরে কোন Noun বসলেই Preposition দ্বারা Connect করতে হবে।

---------------------------------------------

সংক্ষেপনঃ বিশেষ ভাবে লক্ষ্যনীয়

সুতরাং, প্রথমে Verb চিনতে হবে। তারপরে Verb টিকে প্রশ্ন করে সহজেই Subject, Object বের করে বাক্যটিকে ইংরেজীতে রূপান্তর করা সম্ভব।
Sentence সাজাতে হবেঃ ‍S + V + I.O + D.O + P.O + Adv.
শুধু মনে রাখতে হবে, I.O যদি D.O এর পরে যায়, তবে অবশ্যই Preposition নিয়ে যাবে। D.O-এর পরে সব Noun-ই Preposition দ্বারা Connect করতে হবে। ‘কি’ বা ‘কাকে’ প্রশ্নের জবাব ছাড়া অন্য কোন প্রশ্নের জবাবই Verb এর Object হবে না।
যদি ‘কি’ বা ‘কাকে’ প্রশ্ন করে জবাব না পাওয়া যায়, তবে বুঝতে হবে এ বাক্যে Verb-এর কোন Object নেই। তখন উহা Intransitive Verb. আর একটি Object-ও যদি থাকে, তবে উহা Transitive Verb

সুতরাং, Object বিবেচনায় Verb ২ প্রকারঃ 1. Transitive Verb (সকর্মক ক্রিয়া) ও
                                                                        2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া)

যে সকল Adverb পুরো বাক্যকে modify করে, উহা বাক্যের শুরুতে কিংবা শেষে বসবে। মাঝখানে বসবে না

কিছু Sentence আছে, যাতে Verb এর Subject পাওয়া যায় না। যেমন: ‘আমাদের গ্রামে একটি স্কুল আছে।’ বাক্যটিতে ‘আছে’ শব্দটিVerb। ‘কে?’ বা ‘কারা?’ আছে কোন জবাব পাওয়া যায় না। এক্ষেত্রে সাধারনত ‘There’ শব্দটিকে Subject হিসাবে ব্যবহার করা হয় এবং Verb ‘To be’ ব্যবহার করা হয়।
There is a school in our village. - এ বাক্যে মূলত ‘school’ শব্দটি Subject.

এরূপ কোন স্হানে কিছু থাকলে বা আছে বোঝাতে ‘There’ দ্বারা sentence শুরু হয় এবং এ ‘There’ এর কোন অর্থ নেই। ইহাকেIntroductory 'There' বা প্রারম্ভিক There বলে। ‘It’-ও প্রায়শঃ Introductory ‘It’ রূপে ব্যবহৃত হয়। যেমনঃ
It rains. It was night then. It is our duty to serve the country.

Introductory ‘It’ বা Introductory ‘There’ এগুলো বাক্যে ‘empty word’ বা ‘false word' । বাক্যে এরা কোন অর্থ প্রকাশ করেনা।

কিছু Verb আছে যা Intransitive কিন্তু, Object-এর মত একটি Noun বা Adjective গ্রহন করে। এ Verb-গুলোকে বলা হয় 'Copulative Verb' বা 'Linking Verb' এবং এদের পরে Noun বা Adjective কে বলে Complement। Linking Verb-এর পরে Noun বসলেও উহারা Adjective হিসাবে গন্য।
অর্থাৎ Linking Verb-এর পরে Complement-টি Adjective।

The pen is black. এ বাক্যে ‘is’ Verb-টি মূলত ‘black’ শব্দটি ও Pen (subject) এর মধ্যে যোগাযোগ স্হাপন করছে। সুতরাং, ‘is’Linking Verb। আবার, ‘black’ কথাটি না থাকলে বাক্যটি সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না। সুতরাং, ‘black’ Complement।
He     is                  a man.
   linking verb     complement

এছাড়া বাক্যে কতগুলো False বা Empty Verb ও ব্যবহৃত হয়, যাদের সরাসরি কোন অর্থ থাকে না। যেমনঃ
I made him do the work.
empty verb
এ বাক্যে ‘made’ Verb টির সরাসরি কোন অর্থ পাওয়া যায় না অথচ প্রয়োজনীয়।
আবার, We often swim in the pond. বাক্যটিকে যদি লেখা হয়, We often have a swim in the pond.
Sentence দুটি একই অর্থ ব্যক্ত করে কিন্ত, দ্বিতীয় বাক্যে ‘have’ অর্থ প্রকাশ করে না। উহা Empty Verb। এরূপ give, make, goইত্যাদি Empty Verb রূপে ব্যবহৃত হয়। যেমন:-
We have run for run.
We made a journey.
I took a look.
He gave me a smile.
I go for a ride.
বাক্যগুলোতে have, made, took, gave, go ইত্যাদি Empty Verb রূপে ব্যবহৃত।

Some Sentence Patterns


1. Subject + Verb (Transitive Verb) + Object
a) The women        loved        the man.
b) We        eat        rice

2. Subject + Intransitive verb (No Object)
a) He        sleeps.
b) A coach         stopped.

3. Subject + verb (Transitive) + Indirect object +Direct object.
a) I         lent         her        my pen.
b) The old man         told         us         a story.

4. Subject + Vt + D.O + prep. + Indirect / prepositional object .
a) I    lent     my pen         to        her.
b) I   bought     a watch         for        my friend.

5. Subject + Linking Verb + Complement
a) The thief        was         rather unlucky.
b) The detective         became         an inspector.

6. Subject + Verb + Adverbials.
a) The cat        was       over his arm .
b) The conference        is        every year.

7. Subject + Verb + Object + Complement
a) They        call     the inspector        Sir.

8. Subject + Verb (Transitive) + object + Adverbial.
a) He        put        the coat       over his arm.

9. Subject + Verb + Object + Adjective.
a) The boy        pushed        the door       open.
b) You         have made        your shirt        dirty.

N.B. বাক্যের Subject অংশটুকু বাদে Verb ও Object সহ বাকী অংশ Predicate। Subject ও Object-এর Qualifying Word-গুলো অবশ্যই Adjective বা Adjective Phrase এবং Verb-এর modifying word-গুলো Adverb বা Adverb Phrase। এদেরকে Adjuncts (অলংকার) বলে


Previous Page                                                                         Next  Page  
               

3 comments: