English Grammar | English Language: PHRASE & CLAUSE

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Thursday, December 3, 2015

PHRASE & CLAUSE

Page Title

PHRASE & CLAUSE

Sentence: I go – দুটি word মিলে একটি পূর্নভাব ব্যক্ত করেছে। ইহা একটি Sentence.
সুতরাং, group of words যখন একটি পূর্নভাব ব্যক্ত করে, সে group of words-কে Sentence বলে। অবশ্য আমরা আগেই জেনেছি যে, ঐ group of words এর মধ্যে একটি Finite Verb থাকতে হবে

Phrase: There is a field in front of our school – বাক্যটিতে in front of একটি Phrase
'in front of' তিনটি word মিলে একটি group হয়েছে। কিন্তু, কোন পূর্নভাব ব্যক্ত করেনি। কেবল একটিমাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ, তিনটি word মিলে একটি group হয়েছে এবং group-টি এককভাবে একটি মাত্র Part of Speech 'Preposition' রূপে ব্যবহৃত হয়েছে এবং এ group-এ কোন Finite Verb নেই। তাই উহা একটি Phrase

কাজেই, এরূপ একাধিক words বা 'group of words' যখন একত্রে একটি মাত্র Part of Speech-এর কাজ করে এবং ঐ group-এ যদি কোন Finite Verb না থাকে (Non-finite Verb থাকতে পারে), তখন ঐ শব্দ সমষ্টিকে Phrase বলে

Clause: I know that he will come – আমি জানি যে ‍সে আসবে।
এ বাক্যে 'know' মূল Verb এবং উহা Transitive Verb। কারন, 'know' Verb-এর object থাকে এবং আছে। ‘know’ কে ‘কি’ প্রশ্ন করলে জবাব পাওয়া যায়। কি জানি? He will come. সুতরাং, 'he will come'- এ বাক্যে ‘know’ Verb-এর Object এবং Object অবশ্যই Noun বা Noun-এর সমতুল্য।

সুতরাং He will come তিনটি word-এর এ group-এ Finite Verb থাকা সত্ত্বেও বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, ‘know’ verb-এর Object রূপে বসে Noun-এর কাজ করেছে। তবে উহা Phrase নয়। কারন, এ group-এ ‘will’ একটি finite verb আছে। উহা একটি Clause এবং Subordinate Clause

Finite Verb সহ group of words যখন কোন পূর্নভাব প্রকাশ না করে একটি বাক্যের অংশ হিসাবে ব্যবহৃত হয় তখন উহাকে Clause বলে
অর্থাৎ প্রতিটি Clause-এ-ই অবশ্যই একটি Finite Verb থকবে। বাক্যে যতটা Finite Verb ততটা Clause। কিন্তু একটা Clause যখন একটি মাত্র Part of Speech-এর কাজ করে, তখন ঐ Clause-কে Subordinate Clause বলে।

I know           that             he will come. -বাক্যটিতে, ‘I know’ একটি Clause এবং ‘he will come’ একটি Clause
Main Clause   Conjuction      Subordinate Clause

কারন, উভয় group-ই একই বাক্যের দু’টি অংশ। অংশ দু'টি ‘that’ দ্বারা যুক্ত হয়ে একটি পূর্নভাব ব্যক্ত করেছে এবং একটি sentence-এ পরিনত হয়েছে। সুতরাং ‘that’ এখানে Conjunction।

তবে দু’টি Clause-এর মধ্যে পার্থ্যক্য আছে:
‘he will come’ এ বাক্যে Noun রূপে ব্যবহৃত হয়েছে। কিন্তু ‘I know’ এ বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়নি।
‘I know’ এ বাক্যের মূল অংশ এবং এ অংশের অধীনেই ‘know’ Verb-এর Object রূপে একটি মাত্র Part of Speech অর্থাৎ Noun হয়ে ‘he will come’ শব্দগুচ্ছটি বসেছে।
সুতরাং, 'he will come' এ বাক্যে Subordinate Clause বা Dependent (নির্ভরশীল) Clause এবং ‘I know’ এখানে Main Clause বা Principal Clause

Main clause বা Principal Clause না থাকলে Subordinate Clause বা Dependent Clause-এর অস্তিত্ব থাকে না।
বিপরীতক্রমে, বাক্যে Subordinate Clause না থাকলে কোন Clause-ই Main Clause বা Principal Clause-ও হয় না।

সুতরাং, যে clause বাক্যের মূল অংশ রূপে বাক্যে ব্যবহৃত হয় উহাকে Main Clause বা Principal Clause বলে এবং যে Clause বাক্যে একটি মাএ Part of Speech রূপে ব্যবহৃত হয়, তাকে Subordinate Clause বা Dependent Clause বলে

Co-ordinate Clause:
কোন বাক্যে দু্টি Clause যদি একই মর্যাদা সম্পন্ন বা একই rank-এর হয় অর্থাৎ দুটোই যদি Main Clause-এর মত হয় অর্থাৎ কোনটাই কোনটার উপর নির্ভর না করে বা কোনটাই কোনটার অধীনস্থ না হয়, তবে ঐ বাক্যের দুটি Clause কে Co-ordinate Clause বলে।

He is ill                  and         he will not come.-বাক্যটিতে দুটি clause। He is ill এবং he will not come
Co-ordinate Clause     Conjuction        Co-ordinate Clause

কিন্তু কোন Clause-ই single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি। দুটি Clause-ই এ বাক্যে নিজস্ব স্বকীয়তা বা স্বাধীনতা নিয়ে ব্যবহৃত। কোনটা কারো উপর নির্ভরশীল নয় বা কারো অধীনস্থ নয়।দু’টোই আপাতঃ দৃষ্টিতে Main Clause-এর মত মনে হতে পারে, কিন্তু কোনটাই main clause নয়। কারন, কোনটারই কোন Subordinate Clause নেই। সুতরাং, দু'টোই Co-ordinate Clause

Main Clause হতে হলে উহার অবশ্যই একটি Subordinate Clause থাকতে হবে
সুতরাং He is ill and he will not come ---বাক্যটিতে দুটি Co-ordinate clause ‘and’ conjunction দ্বারা যুক্ত হয়ে একটি Compound Sentence গঠন করেছে।

যে Conjunction দ্বরা Co-ordinate clause (অর্থাৎ same rank-এর clause) যুক্ত হয়, তাকে Co-ordinating Conjunction বলে।
যেমনঃ and, but, or, so, because ইত্যাদি।

যে conjunction দ্বারা ‍Subordinate Clause, Main Clause এর সাথে যুক্ত হয়, তাকে Subordinating Conjunction বলে

যেমন: that, what, so that, as, if ইত্যাদি।

     As                he is ill,                he will not come.
subordinating      subordinate clause                main clause
conjunction

সুতরাং, Clause তিন প্রকার:
1) Main Clause বা Principle Clause.
2) Subordinate বা Dependent Clause.
3) Co-ordinate Clause.

Phrase এবং Subordinate Clause উভয়ই group of words এবং একটি Part of Speech-এর কাজ করে। কিন্তু, Phrase-এ কোন Finite Verb থাকে না। পক্ষান্তরে, Subordinate Clause-এর finite verb থাকে।

আবার, Principal Clause এবং Subordinate Clause উভয়েই group of words এবং উভয় group-এ-ই একটি করে Finite Verb থাকে। কিন্তু Principal Clause বাক্যে মূল ভূমিকা পালন করে। পক্ষান্তরে, Subordinate Clause বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়।

তাহলে দেখা যাচ্ছে:

Group of words একটি Phrase হতে পারে। যেমন: He tried again and again.
                                                                                                Phrase
Group of words একটি Sentence হতে পারে। যেমন: I go to college.
                                                                                  sentence
Group of words একটি Clause হতে পারে: যেমন: I know the boy   who is blind.
                                                                            Main clause       subordinate clause – Adj

কোন Main Clause ছাড়া subordinate clause ব্যবহৃত হয়না।
Subordinate Clause ব্যবহৃত হয় Complex Sentence-এ এবং Co-ordinate Clause ব্যবহৃত হয় Compound Sentence-এ।
অর্থাৎ, দুটো Co-ordinate Clause মিলে একটি Compound Sentence গঠিত হয়।
Co-ordinate Clause-কে Main Clause বা Principal Clause বলা ঠিক নয়
I know      that      he will come.
Main Clause           Object = Noun Clause
I shall go   when    he will come.
Main Clause                 Adverbial Clause
I know the boy   who is blind.
Main Clause             Adjective Clause
He is ill          and       He will not come.
Co-ordinate Clause             Co-ordinate Clause
As       he is ill             he will not come.
      Subordinate Clause             Main Clause
পার্থক্য লক্ষ্যনীয়ঃ
Differences
1.Sentence 2.Phrase 3.Subordinate Clause 4.Co-ordinate Clause 5. Principal Clause বা Main Clause
পূর্নভাব ব্যক্ত করে। অবশ্যই একটি Finite Verb থাকবে। Imperative Sentence-এ কোন Finite Verb থাকে না। প্রত্যেকটি Sentence-এর জন্য একটি full stop (.) বা (?) বা(!) থাকবে। একাধিক clause বা phrase থাকতে পারে। একাধিক word-এর একটি group। একটি মাএ Part of speech রূপে ব্যবহৃত হবে। তবে এ group-এ কোন Finite Verb থাকবে না। Non-finite verb থাকতে পারে। Phrase-এর মতই একাধিক words-এর একটি group। একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হবে। তবে এ group-এ অবশ্যই একটি Finite Verb থাকবে। Main Clause ছাড়া Subordinate Clause ব্যবহৃত হয় না এবং Subordinate Conjunction দ্বারা Main Clause-এর সাথে যুক্ত হয়। একাধিক Words-এর একটি group। অবশ্যই Finite Verb থাকবে। Co-ordinate Clause রূপে Compound sentence-এ ব্যবহৃত হয়। কোন single Part of Speech রূপে ব্যবহৃত হয়না। Coordinating Conjunction দ্বারা যুক্ত হয়ে Compound Sentence গঠন করে। একাধিক words মিলে একটি clause গঠন করে। বাক্যের মূল অংশ রূপে ব্যবহৃত হয়। কখনও single Part of Speech রূপে ব্যবহৃত হয় না।

বিশেষভাবে স্মরণীয়:
বাক্যে একাধিক Clause থাকতে পারে। একটি Clause-ও থাকতে পারে। যতটি Finite Verb, ততটি Clause
Simple Sentence-এ একটি মাত্র Clause থাকে।অর্থাৎ একটি মাত্র Finite Verb থাকে।
Main Clause এবং Sub-ordinate Clause মিলে Complex Sentence গঠিত হয়।
একাধিক Co-ordinate Clause মিলে Compound Sentence গঠিত হয়।

কাজেই, Simple , Complex ও Compound Sentence সঠিকভাবে বুঝতে হলে, আগে Phrase ও Clause সম্পর্কে ভালভাবে জানতে হবে


Previous Page                                                          Next  Page  

No comments:

Post a Comment