Different forms of a Verb
প্রতিটি Verb-এরই ৬টি form আছে। কিন্তু, Modals-এর কোন Non-finite Form নেই। অর্থাৎ, Modals-এর Present ও Past Form ছাড়া অন্য কোন Form নেই।
কিছু Verb-এর ৬টি form অর্থাৎ Paradigm নিম্নে প্রদর্শিত হলঃ
Finite Form
|
Non- Finite Form
| |||||
V
E
R
B
S
|
Present
|
Past
|
Present
Participle
|
Past Participle
|
Infinitive
|
Gerund
|
বর্তমান কাল বুঝায়
|
অতীত কাল বুঝায়
|
v +ing = N নয়, Adjective
চলন্ত অবস্থা বুঝায়
|
Adjective.
সমাপ্ত অবস্থা বুঝায়।
|
(to+V=N/Adj.)
ভবিষ্যৎ অবস্থাবুঝায়
|
V+ ing = N
| |
Principal Verb- অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
| ||||||
‘To go’
|
go
|
went
|
going
|
gone
|
to go
|
going
|
‘To eat’
|
eat
|
ate
|
eating
|
eaten
|
to eat
|
eating
|
‘To write’
|
write
|
wrote
|
writing
|
written
|
to write
|
writing
|
Principal Auxiliaries—এদের অর্থ আছে আবার অর্থ ছাড়াও ব্যবহৃত হয়।
| ||||||
‘To be’ হওয়া
|
am
is
are
|
was
were
|
being
|
been
|
to be
|
being
|
‘To have’
থাকা
|
have
has
|
had
|
having
|
had
|
to have
|
having
|
‘To do’
করা
|
do
|
did
|
doing
|
done
|
to do
|
doing
|
Modal Auxiliaries বা Modals- অর্থ নেই, সবসময় Infinitive form-কে সাহায্য করে।
| ||||||
Futurity
|
Shall
|
Should
|
এগুলোর কোন Non-finite Form নেই। এজন্য এদেরকে Defective Verb বলা হয়। এদের নিজস্ব কোন অর্থ নেই, কিন্ত মূল Verb-এর mode পরিবর্তন করে। তাই উহারা Modals বা Modal Auxiliaries.
| |||
Will
|
Would
| |||||
Probability
|
May
|
Might
| ||||
Ability
|
Can
|
Could
| ||||
Compulsion
|
Must
|
নাই
| ||||
Obligation
|
Ought
|
নাই
|
I shall/will go | Futurity (ভবিষ্যৎ) |
I may go. | Probability (সম্ভাবনা) |
I can go. | Ability (সামর্থ্য) |
I must go. | Compulsion (বাধ্যবাধকতা) |
I ought to go. | Obligation (ঔচিত্য) |
কাজেই,Verb এর Form এবং বিভাগগুলো অবশ্যই ভালভাবে logically বুঝে আত্মস্হ করতে হবে। আর তা করতে পারলেই Grammar বাTechnology সহজ হবে। কারন, এটাই ইংরেজী Grammar এর মূল ভিত্তি।
Uses Of Different Forms of Verb
৬ টি form-এর ব্যবহারঃ
1. Present Form:- শুধুমাএ Present Tense-এ ব্যবহৃত হয়। I go.
2. Past Form:- শুধুমাএ Past Tense-এ ব্যবহৃত হয়। I Went.
3. Present Participle (Verb + ing= never Noun) ( কাজের চলন্ত অবস্হা বুঝায়):
a) Continuous Tense এ ব্যবহৃত হয়, তখন উহার পূর্বে ‘to be Auxiliary Verb বসে।
Be + Present Participle = Continuous.
I am going. -Present Continuous Tense
I was going. - Past Continuous Tense.
I see a flying bird.
Adjective
Have + Past = Perfect.
He has gone -- Present Perfect Tense
He had gone -- Past Perfect Tense
He will have gone -- Future Perfect Tense b) Passive Voice-এ ব্যবহৃত হয়, তখন উহার পূর্বে ‘to be’ Auxiliary Verb বসে।
Be + Past Participle = Passive.
A bird is seen by me = Passive.
Be + Past Participle c) পূর্বে Auxiliary Verb না থাকলে উহা Adjective-এর কাজ করে।
I have eaten an eaten mango.
Perfect Tense Adjective 5. Infinitive (to+verb)(কাজের ভবিষ্যত কাল নির্দেশ করে): a) Future Tense বুঝাতে ব্যবহৃত হয় এবং পূর্বে shall / will Auxiliary Verb বসে।
I shall go.
'to' উহ্য=bare infinitive সাধারনত Modals-এর পরে Infinitive-এর চিহ্ন ‘to’ উহ্য থাকে, তখন উহাকে Bare Infinitive বলে।কেবলমাত্র ‘ought’ modals-টির পরে Full Infinitive বসে অর্থাৎ ‘to’ উহ্য থাকে না। I ought to go. Infinitive-এর পূর্বে বিভিন্ন modals এবং বিভিন্ন Auxiliary Verb-এর কারনে উহা বিভিন্ন ভাব ব্যক্ত করে।
Shall/will + bare Infinitive = Simple Futurity. ---- I shall/will go.
Can + bare Infinitive = Ability. ------------------- I can buy a car
May + bare Infinitive = Probability. ----------------It may rain today.
Must + bare Infinitive = Compulsion. ----------------I must go there.
Ought + Full Infinitive = Obligation. ------------- I ought to go.
DO + bare Infinitive (with ‘not’) = Negative ---- I do not go.
DO + bare Infinitive (before Subject) = Interrogative —Do you know me?
DO + bare Infinitive = Emphasis ---------------- I do believe you.
BE + Full Infinitive = Arrangement ------------- He was to go to America.
HAVE + Full Infinitive = Compulsion ---------- I have to go = I must go. b) Auxiliary Verb ছাড়া 'Full Infinitive' বাক্যে Noun এবং 'Bare Infinitive' বাক্যে Adjective-এর কাজ করে।
Full infinitive = Noun: To work hard tells upon your health.
Full infinitive = Noun
Bare Infinitive = Adjective: I saw her dance = I saw her dancing.
Bare infinitive =Adjective Present Participle = Adjective Imperative Sentence-এ Verb-এর bare Infinitive form ব্যবহৃত হয়। কারন কোন Subject থাকে না। Subject ছাড়া কোন finite ( Present বা Past form ) ব্যবহার করা যায় না। তাছাড়া, Imperative Sentence সব সময়ই futurity বোঝায়। কাজেই Verb-এর Infinitive form ব্যবহার করতেই হবে। তবে কোন Auxiliary Verb বসবে না। কারন, Subject থকেনা। Subject-এর পরে অবশ্যই Finite Verb থাকতে হবে। Finite Verb ছাড়া Subject বসে না, Subject ছাড়াও Finite Verb বসে না। তাই কোন কারনে মূল Verb-এর Non-finite form হলে Subject-এর পরে অবশ্যই Auxiliary Verb বসবে। সুতরাং, দেখা যাচ্ছে যে, Verb-এর Present Participle, Past Participle এবং Infinitive- এ ৩টি form-ই Auxiliary Verb ছাড়া বাক্যে Noun বা Adjective (Qualifying word) রূপে ব্যবহৃত হয়।
কিন্ত যখনই উহারা Auxiliary Verb নিবে, তখনই উহারা Verb। অর্থাৎ, বাক্যে Verb রূপে বসতে হলে উহাদের পূর্বে Auxiliary Verb থাকতেই হবে। 6. Gerund (v+ing= Noun):
Gerund সব সময়ই Noun রূপে ব্যবহৃত হয়। কখনো Verb রূপে বাক্যে বসে না অর্থাৎ ‘ing’ যুক্ত Verb যখনই Noun-এর কাজ করে তখন উহাকে Gerund বলে। ‘ing’ যুক্ত Verb Noun রূপে ব্যবহৃত না হলে, উহা Present Participle.
Walking is good for health.
Gerund = Noun
The old man is walking with a walking stick.
Present Participle Present Participle বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ Verb-এর ৬টি form-এর মধ্যে শুধুমাত্র ৩টি form (Present Participle, Past Participle এবং Infinitive)-এর পূর্বে auxiliary Verb বসে, কেবলমাত্র যখন উহারা বাক্যে Verb হিসাবে ব্যবহৃত হয়।
বাকী ৩টি form (Present form, Past form এবং Gerund )-এর পূর্বে কখনো কোন auxiliary Verb বসে না। কারন, Present form ও Past form দুটোই Finite form। Finite form-এর পূর্বে কখনো কোন Auxiliary Verb বসে না। আর Gerund সবসময়ই Noun রূপে ব্যবহৃত হয়। কাজেই উহার কখনো Auxiliary Verb দরকার হয় না।
এবারে Auxiliary Verb-গুলোর দিকে দৃষ্টি ফেলিঃ
Principal Auxiliaries ‘To be’:i) হওয়া অর্থে Principal Verb রূপে বসে।
I am ill. ii) Continuous Tense-এ Present Participle এর পূর্বে বসে।
Be+ Present Participle = Continuous.
I am going / was going ইত্যাদি। iii) Passive Voice এর Past Participle Form এর পূর্বে বসে।
Be+ Past Participle = Passive.
A bird is seen by me. iv)কোন কাজের Arrangement বা পূর্ব পরিকল্পনা বোঝাতে Full Infinitive (‘to’ সহ Infinitive)-এর পূর্বে বসে।
BE + Full Infinitive = Arrangement
I am to go now. He was to do that. ইত্যাদি।
অতএব দেখা যাচ্ছে, Verb ‘to be’ Gerund বাদে বাকি তিনটি Non-finite form-এর পূর্বেই বসতে পারে।
Gerund-এর পূর্বে কখনো কোন Auxiliary Verb বসে না।
Be + Past Participle = Passive
Be + Full Infinitive = Arrangement
i) থাকা অর্থে Principal Verb রূপে বসে।
I have a pen. ii) Perfect Tense এ মূল Verb-এর Past Participle Form এর পূর্বে বসে।
Have + Past Participle = Perfect.
I have read the book. iii) Compulsion বা বাধ্যবোধকতা বোঝাতে Full Infinitive এর পূর্বে বসে।
Have + Full Infinitive = Obligation.
I have to go now = I must go now. Must-এর Present form ছাড়া অন্য কোন form নেই। সুতরাং 'Must' দ্বারা অতীতের বাধ্যবাধকতা বোঝানো যায় না।
তখন HAVE + Full Infinitive ব্যবহার করতে হয়।
I had to go there.
সুতরাং, দেখা যাচ্ছে ‘to have’ শুধুমাত্র Past Participle এবং Full Infinitive Form এর পূর্বে বসে।
Have + Past Participle = Perfect Tense.Have + Full Infinitive(to+v)= Compulsion.
i) করা অর্থে মূল Verb রূপে ব্যবহৃত হয়।
I do the sum. ii) বাক্যে অন্য কোন Auxiliary Verb না থাকলে ঐ বাক্যকে Negative বা Interrogative করতে DO + bare Infinitive ব্যবহৃত হয়।
I do not go. - Negative.
Do I go? - Interrogative. iii) Negative বা Interrogative না বুঝিয়ে মূল Verb কে Emphasis বা জোড় দেওয়ার জন্য Doব্যবহৃত হয়।
I do believe you.
Do come here.
Auxiliary Verb ‘to do’-এর পরে মূল Verb-এর সব সময়ই Bare Infinitive Form হয়।
Modals-এর পরে অবশ্যই Bare Infinitive Form হবে।
Modals + Bear Infinitive.
ব্যতিক্রম: Ought-এর পরে Full Infinitive
I Ought to go there.
In a nutshell
In the above figure we see, BE can help all the 3 Non-finite Forms: Present Participle, Past Participle and Infinitive.
I am going. | = Present Continuous Tense |
I was going. | = Past Continuous Tense |
I shall be going. | = Future Continuous Tense |
A bird is seen by me. | =Passive |
He was to go to America | = Arrangement |
HAVE helps either Past Participle or Full Infinitive.
I have eaten rice. | = Present Perfect Tense. |
I had eaten rice. | = Past Perfect Tense |
I shall have eaten rice. | = Future Perfect Tense. |
I did not go. = Negative
To make the Sentence Negative, ‘do’ is used with ‘not’ if there is no other Auxiliary Verb. (Only in Present Indefinite and Past Indefinite Tenses) Do you know me? = Interrogative
To make the Sentence Interrogative, ‘do’ comes before the Subject, if there is no other Auxiliary Verb. (Only in Present Indefinite and Past Indefinite Tenses) I do believe you. = Emphasis
To emphasis the Verb ‘do’ comes before the Verb. Whenever ‘do is used as an Auxiliary Verb, it always takes the 'bare Infinitive form' of the Principal Verb. MODALS + bare Infinitive = Different Modes of Future action.
But OUGHT + Full Infinitive = Future Obligation Present Form and bare Infinitive are of the same appearance but they are different.
Previous Page Next Page
সুপ্রিয় এডমিন, আপনার আলোচনাগুলো এতটাই সুন্দর যে, আমি প্রশংসা করার ভাষা্ হারিয়ে ফেলেছি। আমি যতটুকুনই প্রশংসার রভাষা জানি তা ব্যবহার করে আপনাকে ছোট করতে চাই না। তবে আমরা যারা বাঙালি তাদেরকে অনুরোধ করব এই এডমিনের সবগুলো পোস্ট পুরোপুরি পড়ে আয়ত্ত্ব করার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং দীর্ঘায়ু কামনা এডমিনের জন্য।
ReplyDeleteধৈর্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
Delete