Parts of Speech
Parts of Speech বুঝতে পারার অর্থ হল word এর nature বা প্রকৃতি সম্বন্ধে সম্যক জ্ঞান। Parts of Speech-এর গুরুত্ব Grammar-এ অপরিসীম। Parts of Speech বুঝলেই ইংরেজীGrammar এর ৫০% ভাগ বোঝা সম্পন্ন বলে আমি মনে করি।
Parts of Speech অর্থ বাক্যের অংশ। কাজেই, শুধু ‘water’ কোন Parts of Speech নয়। একটি বিচ্ছিন্ন word মাএ। কারন, উহা কোন বাক্যের অংশ নয়। কিন্তু, ‘I water the plant’ --বাক্যটিতে ‘water’ শব্দটি একটি Parts of Speech এবং উহা Verb।
কাজেই Sentence-এ ব্যবহৃত শব্দ মাএ-ই Parts of Speech.সকল Parts of Speech-ই Words কিন্তু সকল Words Parts of Speech নয়। Word যতক্ষনে বাক্যে ব্যবহৃত না হয় অর্থাৎ Sentence এর অংশ না হয়, ততক্ষনে কোন Word-কে Part of Speech বলা যায় না। |
একটি word যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন উহা নিশ্চয়ই বাক্যে একটা ভূমিকা পালন করে। কোন অকেজো শব্দ বাক্যে ব্যবহৃত হয় না। Sentence-এ ব্যবহৃত word -এর ভূমিকা বা functioning অনুযায়ী word-এর শ্রেনীবিন্যাস করা হয়। Word সমূহ বাক্যে ৮ রকমের ভূমিকা পালন করতে পারে। সুতরাং, Parts of Speech ৮ প্রকার:
1. Noun (বিশেষ্য): আমরা সাধারনতঃ জানি যে, কোন কিছুর নামকেই Noun বলে। বাক্যে যে word কোন কিছুর নাম Indicateকরে তাকেই Noun বলে। Walking is good for health. বাক্যে Walking শব্দটি একটি কাজের নাম বুঝিয়েছে। তাই উহা Noun।
আসলে কোন word কি বুঝাল, কি অর্থ প্রকাশ করল, কোথায় বসল, তা দিয়ে সব সময় word-এর character বা Part of Speech বিচার করা যায় না। বুঝতে হবে word-টি বাক্যে কি ভূমিকা পালন করছে।
Bangladesh একটি দেশের নাম। এখানে উহা Noun নয়। কারন, উহা কোন বাক্যের অংশ নয়। কাজেই, কোন Part of Speech-ই হয় নি। Noun হওয়ার প্রশ্নই ওঠে না।
Bangladesh team won the match--এ বাক্যেও Bangladesh নাম বুঝিয়েছে। কিন্তু Noun হয় নি। উহা team-কে qualify করেছে। সুতরাং Adjective হয়েছে। কাজেই নাম বুঝালেই Noun হবে এমন কোন কথা নেই। আসলে word-টি বাক্যে কি ভূমিকা পালন করছে, তার ওপর নির্ভর করে word-টি কোন Part of Speech হবে।
Bangladesh is my mother land- এবাক্যে Bangladesh 'is' verb-টির Subject। সুতরাং উহা Noun।
যে সকল word বাক্যে Subject বা Object-এর ভূমিকা পালন করে, উহারাই Noun।
বাক্যে Verb-এর Subject এবং Object রূপে ব্যবহৃত শব্দগুলি অবশ্যই Noun বা Pronoun অথবা Equivalent to Noun (Noun-এর সমতুল্য word) হতে হবে। Preposition-এর Object রূপে ব্যবহৃত Word গুলোও অবশ্যই Noun বা Pronoun অথবা Equivalent to Noun হবে। |
2. Pronoun (সর্বনাম): যে সকল words
Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় অর্থাৎ Noun-এর substitute রূপে ব্যবহৃত হয়, তাদেরকে Pronoun বলে।
3. Adjective (নামবিশেষণ): যে word শুধুমাত্র Noun বা Pronoun-কে qualify করে অর্থাৎ শুধুমাত্র নামপদের বিশেষত্ব বা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে Adjective বলে। যেমন-
He gave me a red pen. — এ বাক্যে ‘pen’ Noun এবং ‘red’ Adjective।
কেমন pen?—red pen। অর্থাৎ pen(N)-এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য হচ্ছে red বা লাল। সুতরাং red শব্দটি Adjective। কিন্তু ‘Red is my favourite colour’ বাক্যটিতে Red শব্দটি Noun। কারন উহা ‘is’ Verb-এর Subject। এছাড়া ‘my’ শব্দটিও এখানে Pronoun নয়। কার favourite colour?—আমার(my)। ‘colour’(N)-কে qualify করেছে বলে ‘my’ শব্দটি এখানে Adjective। 'favourite' শব্দটিও Adjective।
আমার অর্থ বোঝাতে 'my' কখনো Pronoun হয় না, সব সময়ই Adjective।
Walking is good for health – বাক্যে ‘Walking’ Noun।
এ বাক্যে প্রথম ‘walking’ verb। কিন্তু দ্বিতীয় ‘walking’ Adjective। কারন উহা stick(N)-কে qualify করেছে। কেমন stick?—walking stick।
কাজেই কোন word-এর বাহ্যিক চেহারা দেখে উহাকে কোন নির্দিষ্ট Part of Speech রূপে অভিহিত করলে ভুল হবে এবং অবিচার করা হবে। ঐ word-টি আসলে কি ভূমিকা পালন করছে, তার উপরই নির্ভর করবে word-টি কোন Part of Speech। |