English Grammar | English Language: Active & Passive

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Thursday, December 3, 2015

Active & Passive

Voice (বাচ্য)

বাচন রীতিই বাচ্য বা Voice
অনেক বাক্যকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি।
যেমন: I see a bird. - Active Voice.
A bird is seen by me. - Passive Voice.

একই বাক্য, একই অর্থ। কিন্ত, বাচনভঙ্গি বা বাচন রীতি আলাদা।
১ম বাক্যে Subject active(সক্রিয়) এবং দ্বিতীয় বাক্যে Subject passive(নিস্ক্রিয়)
Sentence-এ Subject সক্রিয় active (সক্রিয়) হলে Subject Verb-এর পূর্বে বসে এবং উহাই Active Voice।
অন্যদিকে Subject নিষ্ক্রিয় বা Pssiveহলে উহা Passive Voice।
Passive Voice-এ Object, subject-এর জায়গা নেয় অর্থাৎ Object Verb-এর পূর্বে বসে active ভূমিকা পালন করে এবং Subject Prepositional object (P.O.) হয়ে Verb-এর পরে চলে আসে।কাজেই, কোন বাক্যে Object Verb-এর পূর্বে অবস্থান নিলে বুঝতে হবে Sentence-টি Passive Voice-এ আছে এবং Verb-এর অবশ্যই BE + Past Participle Form হবে।

তবে Passive Voice-এর মূল identity Verb-এ। Verb দেখেই বুঝতে হয়, Sentence টি Active না Passive।
Passive Voice-এ Verb-এর অবশ্যই Past participle form হবে এবং উক্ত Past Participle form-এর পুর্বে একটি 'To be' Verb-এর form বসবে।
কারন, আমরা আগেই জেনেছিঃ BE + Past Participle = Passive

Active ‍থেকে Passive করার জন্য

i) Object-কে Subject করতে হবে।

ii) মূল Verb-এর initial form অনুযায়ী ‘To be’ Verb বসাতে হবে এবং মুল Verb-এর অবশ্যই Past Participle Form হবে। BE + Past Participle = Passive - এটা Passive চেনার একমাত্র উপায়।

iii) Subject-কে Object করতে হয় এবং উহার পূর্বে Preposition বসবে। অর্থাৎ, Subject-কে Verb-এর পরে নিয়ে Prepositional Object রূপে বসাতে হয়। তখন উহাকে Agent বলে।

Passive Voice-এ কখনো কখনো Agent উহ্য থাকে

>

Voice change করার ব্যাপারে Subject-এর পরের Auxiliary Verb কোন factor নয়। মনে রাখতে হবে, শুধুমাএ transitive verb টির BE + Part Participle হবে
I    have    eaten    rice. - Active
S                         Vt.         O
Rice has been eaten         by me. – Passive
                Be+Past Participle        Agent

[ এখানে Object (rice) Subject হয়েছে। মূল Verb-এর পূর্বে Auxiliary Verb-টি নতুন Subject-এর Person অনুযায়ী change হয়েছে। মূল Verb-এর Past Participle Form হয়েছে। এবং মূল Verb-টির Initial (আগের) form অনুযায়ী ‘To be’ Verb এর Past participle Form হয়েছে এবং মূল Verb-টির Past Participle formই রয়েছে। Subject-টি Prepositional Object(P. O.)'by me' (Agent) হয়েছে । ]

মনে রাখবেঃ যে Verb-এর Object নেই অর্থাৎ Intransitive Verb-এর Passive Voice হয় না। তবে যদি উহা (a)Cognate Object গ্রহন ক'রে Transitive Form-এ আসে, তখন উহার Passive হতে পারে। অথবা (ii) যদি group Verb হয়ে Object গ্রহন করে,তখন Passive হতে পারে।

Active : He ran a race.
                            Cognate object
Passive : A race was run by him.
Active : He laughs at me.
                     Group Verb
Passive : I am laughed at by him.

কোন Sentence-এ Transitive Verb-এর দুইটি Object থাকলে, অর্থাৎ একটি Direct ও একটি Indirect থাকলে উহাকে Passive করার সময় যে কোন একটি Object-কে Subject করে আনতে হবে। অপরটি Object রূপেই পড়ে থাকবে। যে Object-টি Object রূপেই পড়ে থাকবে, তাকে Retained Object বলে
Active: He gave me       a pen.
                            I.O.           D.O
Passive: I was given a pen by him.
                             Retained object
অথবা, A pen was given me by him.
                             Retained object
তবে Factitive Object-কে যদিও বস্তুত Direct Object-এর মত মনে হয়, কিন্তু উহা মূলত Direct Object নয়। উহা Factitive Object। Factitive Object কখনো Passive Voice-এ Subject হতে পারেনা
Active: We made him captain.
                                        F. O.
Passive: He was made captain by us.

অনুরূপভাবে, Dative of Interest-কে যদিও Indirect Object বলে মনে হয়, কিন্তু, মূলত উহা Indirect Object নয়। উহা Dative of Interest। Dative of Interest কখনো Passive Voice-এ Subject হতে পারেনা
Active: He bought me a pen.
                            Dative of Interest
Passive: A pen was bought for me by him.

Factitive Object, Adverbial Object, Dative of Interest ইত্যাদি Passive voice-এ Subject হতে পারেনা।

Honey tastes sweet = Honey is sweet when it is tasted
এ ধরনের Sentence-কে Quasi Passive বলে। কারন, ইহা আকারে Active কিন্তু ভাবে Passive।

Active voice-এর Subject যখন Passive-এ Prepositional Object হবে, তখন যে শুধু ‘by’ Preposition বসবে এমন কোন কথা নেই। ‘to’ ‘in’ ‘with’ ‘at’ ইত্যাদি যে কোন Preposition(অর্থ অনুযায়ী)বসতে পারে
Sentence এ ‘by’ থাকলেই Passive Voice ধরতে হবে, এমন ধারনা ভুল।
Passive Voice-এ Prepositional Object বা Agent নাও থাকতে পারে।
যেমন:The boy was punished.
Passive Voice চিনতে হবে Verb দেখে: BE+ Past participle = passive.

ভাষায় Passive Voice-এর ব্যবহার: কোন Sentence-এ Subject না থাকলে Object-কে Subject করে Sentence গঠন করতে হয়। তখন অবশ্যই Verb-এর Passive From (অর্থাৎ BE + past participle) করতে হয়।
যেমন: চোরটি ধরা পড়ল - The thief was caught.

Agent অবশ্যই Prepositional Object, কিন্তু সকল Prepositional Object 'Agent' নয়। Passive Voice-এ Subject যখন Prepositional Object হয় কেবল মাত্র তখনই উহাকে 'Agent' বলে।
Active: I saw him in the bus.
Passive: He was seen      by me              in the bus.
                                        P. O. এবং Agent           P.O. (কিন্তু Agent নয়।)

Passive থেকে Active করার নিয়ম:

Passive থেকে Active করার সময় নিয়ম তিনটির উল্টো যেতে হবে। অর্থাৎ, Active থেকে Passiveকরার যে তিনটি নিয়ম আমরা ইতিপূর্বে শিখেছি, এবারে (iii),(ii),(i) কে উল্টোভাবে ব্যবহার করতে হবে।
প্রথমে Agent-টির Preposition তুলে দিয়ে উহাকে Subject করতে হবে। তারপরে‘ To be’ Verb তুলে দিয়ে মূল Verb-কে ‘to be’ Verb-এর form-এ বসাতে হবে এবং সবশেষে ‍Subject-কে Object করতে হবে।

Passive: A bird is seen by me.
Active: I see a bird.

Verb যদি mental action বুঝায়, তখন Passive Voice-এ Subject-কে Object ক'রে উহার পূর্বে Preposition ‘with’ বা ‘at’ বসে। তবে ব্যক্তির পূর্বে ‘with’ এবং ব্যক্তি না বুঝালে ‘at’ বসে।
Active: He pleased me.
Passive: I was pleased with him.
Active: His conduct satisfied me.
Passive: I was satisfied at his conduct.

INTERROGATIVE SENTENCE

Interrogative Sentence-কে Passive করার সময় Sentence-টিকে Assertive from-এ নিয়ে Passive করতে হবে । তারপর Auxiliary Verb-টিকে subject-এর পূর্বে বসায়ে Sentence-টিকে আবার Interrogative ক'রে দিতে হবে।
Active: Do you know me? --------      | Assertive: You know me     | Passive: I am known to you.
Passive: Am I known to you?

.

IMPERATIVE SENTENCE

Imperative Sentence-কে Passive করতে শুরুতেই 'Let' বসবে। তারপর Assertive sentence-এর নিয়ম follow করতে হবে। অর্থাৎ Object-কে Subject করতে হবে এবং Verb-কে Be + Past Participle Form-এ নিতে হবে।
Active : Do the sum.
Passive : Let the sum be done.
Active : Let him read be book.
Passive : Let the book read by him.

Complex বা compound sentence-এ একাধিক Clause থাকে। প্রত্যেক Clause-এর একটি করে Verb থাকে। Verb-গুলি যদি Transitive হয়, তবে প্রত্যেকটি Verb-এরই Passive করতে হবে।
Active : I know that he will do the sum.
Passive : That the sum will be done by him is known to me.
     অথবা, It is known to me that the sum will be done by him.

Simple Sentence বা একটি Clause-এ যদি দুটি Transitive Verb থাকেও তবে একটিকেই Passive করতে হবে। অন্যথায় ভুল অর্থ দিতে পারে

সুতরাং, In a clause double passive should be avoided.
যেমন: Active: They tried to do the work.
Passive: (The work was tried to be done by them. হবেনা,)
To do the work was tried by them হবে।

Voice Change-এ দক্ষতা ইংরেজির জন্য অতীব প্রয়োজনীয়।
Subject গুরুত্বহীন হলে বাক্যটি Active না হয়ে Passive হওয়াই শ্রেয়ঃ।

                                                                                 

No comments:

Post a Comment