Direct and Indirect Speech
Changing Speech is very simple. You have to just change a Simple Sentence into a Complex one.
Narration
Assertive
Interrogative
Exclametory
Optative
Imperative
Classification of Noun
Use of ArticlesCaseSYNTAX
In English, syntax is the set of rules, principles, and processes that govern the structure of sentences, specifically word order.
Rules of Syntax with Exercise
Acknowledgement: P. K. De Sarkar
পূর্বকথা
ইংরেজী ভাষার technology অত্যন্ত সহজ, scientific and logical। অথচ শিক্ষার্থীরা হতাশ।ইংরেজী যেন একটি পাহাড় ডিঙানো সমস্যা। English Phobia-য় আক্রান্ত সকলে। তারা গনিত ভালবুঝে,
Physics ভাল বুঝে, রসায়ন ভাল বুঝে, অর্থনীতি ভাল বুঝে। সব Subject -এ letter marks নিয়ে star marks secure করে। কিন্ত, যত গলদ ইংরেজীতে।.৭০০ নম্বরের বেশী পেয়েও ইংরেজীতে ফেল। এর কারন কি?
Physics ভাল বুঝে, রসায়ন ভাল বুঝে, অর্থনীতি ভাল বুঝে। সব Subject -এ letter marks নিয়ে star marks secure করে। কিন্ত, যত গলদ ইংরেজীতে।.৭০০ নম্বরের বেশী পেয়েও ইংরেজীতে ফেল। এর কারন কি?
আমি ব্যাপক আলোচনায় না গিয়ে মূল কারনটি চিহ্নিত করার চেষ্টা করছি। তারা ইংরেজী শিক্ষার গোড়াপওন থেকেই ভাষার technology না বুঝে নিতান্ত মুখস্তের মাধ্যমে ভাষাটিকে রপ্ত করার চেষ্টা চালায়। এটা এক রকম অসম্ভব ব্যাপ্যার। দোষ তাদের নয়। এ রকম উপদেশ বা নির্দেশই তাদেরকে দেয়া হয়। তাছাড়া ভয় দেখিয়ে ইংরেজীর প্রতি একধরনের ভীতিও সৃষ্টি করা হয়। বলা হয়, ইংরেজী অত সহজ নয়, ভাল ছাএ ছাড়া ইংরেজী শেখা সম্ভব নয়, ইত্যাদি। কিন্তু, প্রকৃত ব্যাপারটি ঠিক এর উল্টো। যাই হোক এ সকল ভয়-ভীতি বা ভুল নির্দেশনার কারনে শিক্ষার কেন্দ্র বিন্দু থেকে ছাত্ররা দূরে সরে যায়--- তাদের ভেতরে ইংরেজীর প্রতি disinterest grow করে। ফলতঃ Phobia-র সৃষ্টি হয়।
এ সমস্যা দূরীকরনের একমাএ উপায়, ভাষার technology এবং logic বুঝে চর্চা করা। কোন অযৌক্তিক নিয়মের অবকাশ নেই। I go to school, কিন্তু I go home --- ‘home’-এর আগে to বসে না বললে চলবে না। কেন বসে না, তা বুঝতে হবে--- যুক্তি ভিত্তিক আলোচনায় আসতে হবে। তবেই Phobia দূর হবে।
এছাড়া প্রত্যেক ভাষার মূল উপাদান হচ্ছে ঐ ভাষার শব্দ সম্ভার বা Vocabulary। Vocabulary জানতে হবে, একথা বলা বাহুল্য। বরং যার stock of words যত সমৃদ্ধ, ভাষায় তার দখল তত বেশী। শব্দের nature বা প্রকৃতি বুঝে সঠিক ব্যবহারের দক্ষতাই ভাষায় দখল। এক্ষেত্রে মূলত: Parts of Speech সম্বন্ধে সম্যক ধারনা নিতে পারলেই Grammar-এর ৫০% শেখা সম্পন্ন বলে আমি মনে করি। কিন্তু সত্যটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ৯০% Parts of Speech বুঝে না। যাই হোক আমার আহবানঃ
· Learn vocabulary
· Know grammar & technology
· And practise to win English
-------------------------------------------------
B. B. Mandal,
M.A. (English)
Director,
RELT
rumble english language technolog
E-mail: mandalbikash@yahoo.com
No comments:
Post a Comment