Practice-03
Forms of Verb
এ অনুশীলনীতে Verb-এর বিভিন্ন Form- গুলি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
1.আমি তাকে নাচতে দেখলাম। 2. সে আমাকে খেলতে দেখেছিল। 3. রহিম করিমকে দরজাটি খুলতে বলল। 4. বালিকাটি কাঁদতে কাঁদতে চলে গেল। 5. আমরা কুকুরটিকে ঘেউ ঘেউ করতে শুনলাম। 6. তারা আমাকে বাজারে যেতে দেখেছিল। 7. রুমা উপন্যাস পরতে ভালবাসে। 8. শিশুরা বল খেলতে ভালবাসে। 9. ফুলটি দেখতে সুন্দর। 10. বিড়ালটি একটা ইঁদুর ধরতে চেষ্টা করল। 11. সকালে হাটা একটি উত্তম ব্যায়াম। 12. তোমাকে একটা ভাল শিক্ষা দেয়াই আমার কাজ। 13. বালকগুলি এখন মাঠে খেলতে যাবে। 14. শিক্ষক ছাত্রদিগকে মনোযোগ দিয়ে অংক করতে বলল। 15. চোরটি আমার ঘরে ঢুকতে চেষ্টা করেছিল। 16. মানুষ মাত্রেই ভুল হয়। 17. ভ্রমণ করা স্বাস্থ্যের জন্য ভাল। 18. মেয়েটি একথা শুনে হাসতে লাগল। 19. সে সাঁতার কাটতে জানে। 20. লোকটি যেতে উদ্যত হল। 21. রোগীটি মর মর হয়েছে। 22. আমি তাকে দেখতে গেলাম। 23. সে একটি বই কিনতে নিউ মার্কেট গেল। 24. এটি লিখবার কলম। 25. মিথ্যা বলা মহা পাপ। 26. ক্ষমা মহত্ত্বের লক্ষণ। 27. আমরা আগামী মাসে কুয়াকাটা পিকনিকে যেতে চাই। 28. সে ঘোড়ায় চড়তে জানে। 29. লোকটি এখানে চুরি করতে এসেছিল। 30. সে ইস্তফা দিবে দিবে করছে। 31. আমার বলার কিছুই ছিল না। 32. এখানা ঘুমানোর ঘর। 33. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভাল। 34. সাপটি দেখে ছেলেরা ভয়ে পালাল। 35. গোলমাল শুনে শিশুটি জেগে উঠল। 36. একপাশে ডাকিয়া তিনি আমাকে সাবধান করিয়া দিলেন। 37. ব্যাগটি লইয়া চোরটি দৌড়াইতে শুরু করিল। 38. ঘোড়াটি সমস্ত পথ ছুটিয়া আসিল। 39. তিনি একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা। 40. তাহারা এখন অত্যন্ত ক্লান্ত। 41. আমরা ঘুমন্ত কুকুরটিকে দেখছিলাম। 42. তিনি দৌড়াইতে দৌড়াইতে ষ্টেশনে পৌঁছলেন। 43. মেয়েটিকে আমরা নাচতে দেখলাম। 44. চাকরটি ভাঙা কলমটি রাস্তায় ছুড়ে ফেলল। 45. আহত পাখিটি এখন একটু সুস্থ। 46. তার ভাঙা পা-টি এখন বেশ ভাল। 47. হাটতে হাটতে সে আমাকে এ কাহিনী শোনাল। 48. তারা খেলতে খেলতে হঠাৎ চীৎকার করে উঠল। 49. আমাদেরদেশের অধিকাংশ লোক পড়তে জানেনা। 50. আমি এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই। 51. সরকার আমাদের দেশে এখন অধিক ফসল জন্মাতে চায়। 52. একটি ভাল চাকুরী পেতে আমাদের ভালভাবে ইংরেজি শেখা উচিৎ। 53. আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। 54. আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। 55. প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে প্রচুর খাদ্য আমদানী করতে হয়। 56. জাপানের ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াতে ভালবাসে। 57. সকলকে এ সত্যটি উপলব্ধি করতে হবে। 58. অর্থ উপার্জন আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। 59. অলস সময় কাটানো প্রত্যেক জীবনের জন্যই অভিশাপ। 60. আমরা এখন সকলে মিলে নদীর তীরে বেড়াতে যাব। 61. লোকটি এত দুর্বল যে হাটতে পারে না। 62. সে এত অসৎ যে সত্য কথা বলতে পারে না। 63. ফুলে ফুলে উড়ে বেড়ানো মৌমাছির কাজ। 64. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কঠোর পরিশ্রম করতে হয়। 65. আমাদের এখন বাড়ি যেতে হয়। 66. তাকে তার অসুস্থ ভাইয়ের দেখাশুনা করতে হয়। 67. হঠাৎ হেসে ওঠা একটি খারাপ অভ্যাস। 68. এম. এ. পাশ করা তার জীবনের লক্ষ্য। 69. আমি তোমাকে বিশ্বাস ক-রি। 70. সে তোমাকে ভালবা-সে। 71. তুমি আগামীকাল এখানে আ-স-বে। 72. আমরা পোড়া বাড়িটি দেখতে গিয়েছিলাম। 73. অস্তগামী সূর্যকে কেউ স্যালুট করে না। 74. নিহত লোকটিকে কেউ চেনে না। 75. আমরা অনেক শিখেছি এবং শিখতেছি। 76. আমাদের আরওবেশী পড়াশুনা করা উচিৎ।
1.আমি তাকে নাচতে দেখলাম। 2. সে আমাকে খেলতে দেখেছিল। 3. রহিম করিমকে দরজাটি খুলতে বলল। 4. বালিকাটি কাঁদতে কাঁদতে চলে গেল। 5. আমরা কুকুরটিকে ঘেউ ঘেউ করতে শুনলাম। 6. তারা আমাকে বাজারে যেতে দেখেছিল। 7. রুমা উপন্যাস পরতে ভালবাসে। 8. শিশুরা বল খেলতে ভালবাসে। 9. ফুলটি দেখতে সুন্দর। 10. বিড়ালটি একটা ইঁদুর ধরতে চেষ্টা করল। 11. সকালে হাটা একটি উত্তম ব্যায়াম। 12. তোমাকে একটা ভাল শিক্ষা দেয়াই আমার কাজ। 13. বালকগুলি এখন মাঠে খেলতে যাবে। 14. শিক্ষক ছাত্রদিগকে মনোযোগ দিয়ে অংক করতে বলল। 15. চোরটি আমার ঘরে ঢুকতে চেষ্টা করেছিল। 16. মানুষ মাত্রেই ভুল হয়। 17. ভ্রমণ করা স্বাস্থ্যের জন্য ভাল। 18. মেয়েটি একথা শুনে হাসতে লাগল। 19. সে সাঁতার কাটতে জানে। 20. লোকটি যেতে উদ্যত হল। 21. রোগীটি মর মর হয়েছে। 22. আমি তাকে দেখতে গেলাম। 23. সে একটি বই কিনতে নিউ মার্কেট গেল। 24. এটি লিখবার কলম। 25. মিথ্যা বলা মহা পাপ। 26. ক্ষমা মহত্ত্বের লক্ষণ। 27. আমরা আগামী মাসে কুয়াকাটা পিকনিকে যেতে চাই। 28. সে ঘোড়ায় চড়তে জানে। 29. লোকটি এখানে চুরি করতে এসেছিল। 30. সে ইস্তফা দিবে দিবে করছে। 31. আমার বলার কিছুই ছিল না। 32. এখানা ঘুমানোর ঘর। 33. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভাল। 34. সাপটি দেখে ছেলেরা ভয়ে পালাল। 35. গোলমাল শুনে শিশুটি জেগে উঠল। 36. একপাশে ডাকিয়া তিনি আমাকে সাবধান করিয়া দিলেন। 37. ব্যাগটি লইয়া চোরটি দৌড়াইতে শুরু করিল। 38. ঘোড়াটি সমস্ত পথ ছুটিয়া আসিল। 39. তিনি একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা। 40. তাহারা এখন অত্যন্ত ক্লান্ত। 41. আমরা ঘুমন্ত কুকুরটিকে দেখছিলাম। 42. তিনি দৌড়াইতে দৌড়াইতে ষ্টেশনে পৌঁছলেন। 43. মেয়েটিকে আমরা নাচতে দেখলাম। 44. চাকরটি ভাঙা কলমটি রাস্তায় ছুড়ে ফেলল। 45. আহত পাখিটি এখন একটু সুস্থ। 46. তার ভাঙা পা-টি এখন বেশ ভাল। 47. হাটতে হাটতে সে আমাকে এ কাহিনী শোনাল। 48. তারা খেলতে খেলতে হঠাৎ চীৎকার করে উঠল। 49. আমাদেরদেশের অধিকাংশ লোক পড়তে জানেনা। 50. আমি এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই। 51. সরকার আমাদের দেশে এখন অধিক ফসল জন্মাতে চায়। 52. একটি ভাল চাকুরী পেতে আমাদের ভালভাবে ইংরেজি শেখা উচিৎ। 53. আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। 54. আমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। 55. প্রতি বছর আমাদেরকে বিদেশ থেকে প্রচুর খাদ্য আমদানী করতে হয়। 56. জাপানের ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াতে ভালবাসে। 57. সকলকে এ সত্যটি উপলব্ধি করতে হবে। 58. অর্থ উপার্জন আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন। 59. অলস সময় কাটানো প্রত্যেক জীবনের জন্যই অভিশাপ। 60. আমরা এখন সকলে মিলে নদীর তীরে বেড়াতে যাব। 61. লোকটি এত দুর্বল যে হাটতে পারে না। 62. সে এত অসৎ যে সত্য কথা বলতে পারে না। 63. ফুলে ফুলে উড়ে বেড়ানো মৌমাছির কাজ। 64. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কঠোর পরিশ্রম করতে হয়। 65. আমাদের এখন বাড়ি যেতে হয়। 66. তাকে তার অসুস্থ ভাইয়ের দেখাশুনা করতে হয়। 67. হঠাৎ হেসে ওঠা একটি খারাপ অভ্যাস। 68. এম. এ. পাশ করা তার জীবনের লক্ষ্য। 69. আমি তোমাকে বিশ্বাস ক-রি। 70. সে তোমাকে ভালবা-সে। 71. তুমি আগামীকাল এখানে আ-স-বে। 72. আমরা পোড়া বাড়িটি দেখতে গিয়েছিলাম। 73. অস্তগামী সূর্যকে কেউ স্যালুট করে না। 74. নিহত লোকটিকে কেউ চেনে না। 75. আমরা অনেক শিখেছি এবং শিখতেছি। 76. আমাদের আরওবেশী পড়াশুনা করা উচিৎ।
Practice-04
TENSE
ইংরেজি করার সময় প্রত্যেকটি বাক্য তুলে সামনে Tense-এর নাম লিখে, তারপরে Translate করতে হবে।
1. মামুন অংক করবে। 2. তাহারা আমাদিগকে সাহায্য করবে। 3. আমরা চা পান করছি। 4. কৃষকেরা জমি চাষ
করছে। 5. শিশুটি দুধ পান করছিল। 6. আমার পিতা একখানা
চিঠি লিখছিলেন। 7. ছেলেগুলি গোলমাল করতে থাকবে। 8. সে একটা কলম কিনেছে। 9. তিনি আমাকে অনেক
উপদেশ দিয়েছেন। 10. শাহীন তিন বছর ধরে এ স্কুলে পড়ছে। 11. সে পড়তে বসার আগে চা পান করেছিল। 12. সূর্য ওঠার আগে তারা মাঠে গেল। 13. রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। 14. শিক্ষক তাকে মন্দ বলেছেন। 15. সে তিন মাস যাবৎ
অনুপস্থিত। 16. ছেলেটি চারদিন যাবৎ জ্বরে ভুগছে। 17. দেশ স্বাধীন হবার পূর্বে বহু লোক প্রান বিসর্জন দিয়েছিল। 18. তাহারা মাছ ধরে। 19. আমরা সকল মানুষকে
ভালবাসি। 20. ছেলেগুলি ক্লাশে গোলমাল করে। 21. সে আজ আসতে পারে। 22. তোমার ষ্টেশনে
যাওয়া উচিৎ। 23. গতকাল বৃষ্টি পড়েছিল। 24. সে একটি ঘুড়ি কিনেছিল। 25. শিক্ষক আজ বিষয়টি
আলোচনা করেছেন। 26. ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে। 27. আমরা সন্ধ্যা
পর্যন্ত খেলতে থাকব। 28. পাখিরা উড়তে থাকবে। 29. বৃষ্টি নামার পূর্বে তারা বাড়ি পৌছেছিল। 30. অন্ধকার হওয়ার পর তারা ঘরে ফিরল। 31. আমি চলে যাবার পর তারা এল। 32. পিতা অসুস্থ হওয়ার
পর ছেলে টাকা পাঠাল। 33. ভাত খাওয়ার পর আমরা কলেজে যাব। 34. তুমি আসার পরে আমরা কাজতি করব। 35. গ্রামবাসীরা ১৫ দিন ধরে পুকুরটি খনন করছে। 36. তোমার ছেলে আমার সুন্দর পুতুলটি গতকাল ভেঙেছে। 37. সুযোগ আসার পরে আমরা কাজটি শুরু করব। 38. যখন আমি তাদের বাড়ি গেলাম, সে তখন ভাত খাচ্ছিল। 39. ভাল ফসল জন্মানোর পর কৃষক আনন্দ পেল। 40. তোমাকে দেখার পূর্বে সে দৌড়ে গেল। 41. দেশ দু’টি ১৯৮২ থেকে ১৯৯০
পর্যন্ত যুদ্ধ করে। 42. নদী পার হওয়ার পর আমরা হেটে যাব। 43. বালকগুলি লাফাচ্ছিল। 44. মা শিশুকে
খাওয়ানোর পরে চাঁদ দেখাবে। 45. আমি সব কিছুর
মধ্যে অনেক কিছু অনুসন্ধান করি।
Practice-05
Use the right forms of
Verbs in brackets
1. He (drink) tea everyday. 2. The wind (blow)
gently yesterday. 3. They (play) since morning. 4. If I find your watch, I (to
give) it to you. 5. Last night I (to have) a wonderful dream. 6. I heard him
(to say) this. 7. I have never (drive) a car. 8. He (to come) yesterday. 9. He has
(to buy) a pen. 10. Rabindranath (to write) many plays. 11. You (read) in this
school for four years. 12. The train (to leave) before he arrived. 13. I saw
him (to go) to school. 14. He (try) hard to win the prize. 15. Two years have
(to pass) since you met me. 16. It (rain) for three days. 17. I (to work) out
the sum before the teacher comes. 18. An aeroplane (to fly) more quickly than a
bird. 19. He (lie) there for an hour. 20. When you (finish) I shall read it.
21. The doctor came after the patient (die). 22. The boy fell down while he (to
run). 23. We (to leave) here for last six months. 24. She (to go) to college
everyday. 25. We now (learning) English. 26. The ship (leave) the port before I
arrived there. 27. I (to leave) here since 2010. 28. What you (to do) last
night? 29. Physics (to be) my favourite subject. 30. I shall go home after I
(to finish) the work. 31. The man (work) diligently. 32. He (to come) to me the
day before yesterday. 33. He (arrived) before my father went to his office. 34.
The train left after I (reach) the station. 35. Ten years (pass) since his
father died. 36. But for your help I (fail). 37. Walk fast lest you (miss) the
train. 38. He worked instead of (play). 39. Mina (be) ill for a week. 40. The
picture was (hang) on the wall. 41. They (to dig) the canal for a month. 42.
The boy (to lie) on the floor yesterday. 43. Would you mind (to take) simply a
cup of tea? 44. The peasantry (to be) not aware of the modern method of
cultivation. 45. I wondered what the bill (come) to. 46. I shall pay you now
for what you (do). 47. They (be) expensive combs, she knew. 48. He saw the
waiter (to come) with a basket. 49. This
lesson can (learn) by the children. 50. The children came (run) to meet us. 51.
The Principal desired the notice to be (hang) on the board. 52. I found him
(sit) under the tree. 53. Have you (see) today’s paper? 54. I went back to work
(close) the door. 55. He talks as if he (to be) a mad. 56. I look forward to
(to see) you. 57. At four he (look) the same as now. 58. He (punish) enough. 59
I was slow in (to learn) work. 60. The virtuous (to be) happy.
No comments:
Post a Comment