English Grammar | English Language: Practice-01

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Monday, December 7, 2015

Practice-01








Formation of Sentence-এ আমরা শিখেছি কিভাবে বাক্য গঠন করতে হয়ঃ
Subject + Verb + Object

 

Practice -01


A. (Transitive Verb)
আমি বই পড়িতাহারা ভাত খায়রহিমা ছবি আঁকেজীবন বল খেলেআমরা তোমাকে দেখেছিলামঅপু তোমার ভাইকে ভালবাসেতার পিতা ছাত্রদিগকে পড়ানআমি একটি খবরের কাগজ পড়িআমি তোমাকে পছন্দ করিআমাদের ক্লাশের ছাত্ররা অংক করেণয়ণ একটি গাড়ী কিনিবেমিনা ভাত রান্না করেমামুন আমাদের গাড়ী চালায়চাকরটি ঘরখানা পরিস্কার করলরুমা গ্লাসটি ভাঙলআমি দরজাটি খুললামসে দরজাটি বন্ধ করলজামিলা ছেলেটিকে মারলতাহারা সাপটিকে মারবেতার বড় ভাই ডিম বিক্রি করে
 
নীচের বাক্যগুলোতে Verb-এর কোন Object নেই। উহারা Intransitive Verb
B. (Intransitive Verb)
   মেয়েটি হাসেশিশুটি কাঁদেআমরা দৌড়াই তাহারা হাঁটেবালকগুলি নদীতে সাঁতার কাটেকুকুরটি ঘেউ ঘেউ করেসে ধুমপান করেবিজন ঘুমায়বালকগুলি মাঠে খেলা করেআমরা প্রতিদিন কলেজে যাইঘোড়া দ্রুত দৌড়ায়তাহারা এখন নদীর তীরে বেড়ায়যমুনা ভাল নাচেরুনা চমৎকার গান গায়

নীচের বাক্যগুলোতে কিছু Verb-এর দু'টি ক'রে Object আছে। একটি Direct Object এবং অপরটি Indirect Object । উহাদিগকে দু'ভাবেই translate করা যায়। Formation of Sentence দ্রষ্টব্য।
C. (Double Object & miscellaneous)

   রহিম করিমকে একটি কলম দিলসে আমাকে একটি ছবি দেখালজেরীন নীলাকে ধন্যবাদ জানালতিনি আমাদিগকে ইংরেজি পড়ানএই লোকটি গতকাল তোমাকে সাহায্য করেছিলআমি তোমাকে গতকাল আশা করেছিলামআমাদের দেশের সকল জনগণ মাতৃভূমিকে ভালবাসেমা তাঁর শিশুকে চাঁদ দেখানসে তার সাধ্যমত চেষ্টা করলগত বছর আমরা আমাদের কলেজে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলামজাতি এদেশের মহান মুক্তিযোদ্ধাদের কখনো ভুলবে নাকরিম তোমাকে এ বিষয়ে একটি চিঠি লিখেছিলপ্রত্যেক মানুষ তার জীবন গড়েরবার্ট ব্রুশ তার রাজ্য হারালেনপ্রধান শিক্ষক তাকে ধূমপানের জন্য শাস্তি দিলেনআমাদের গ্রামে তিনটি স্কুল আছেঢাকায় অনেক বিশ্ববিদ্যালয় আছে

D.  রহিম তার পিতার সাথে গতকাল বাসে চড়িয়া খুলনা গেলকরিম আজ এখানে এসেছিলতাহারা আজ এখান থেকে ঢাকা যাবেতোমাদের একটি বাড়ি আছেতাহারা এখন সেখানে আছেআগামীকাল তাহারা সেখান থেকে এখানে আসবেবালকগুলি স্কুলে যায় এবং আমরা বাড়ি যাইবাবা এখন বাড়িতে আছেনতাহারা তাহাদের বাড়িটি বিক্রি করবেসে বাড়ি থেকে ঢাকা যাবেএ বাড়িটি বিক্রির জন্যআমি আসনটিতে বসলাম

E.  মেয়েটি অন্ধকারে নাচেআনোয়ার একখানা চিঠি লিখবেআমি গতকাল এখানে এসেছিছেলেরা তাদের ক্লাশে যায়আমি ইতিহাস পড়তে ভালবাসি১৯৮৫ সনে এখানে একটি পুকুর ছিলসেখানে একটি বিরাট বটগাছ ছিলপুকুরে অনেক মাছ আছেতাহার পিতা এখন দোকানে আছেআমি নজরুলের কবিতা খুব পছন্দ করিএখন বৃষ্টি পড়েকালও বৃষ্টি হয়েছিলআজ খুব গরমআমটি খুবই মিষ্টি

F.  আমার একটি বই আছেসে এখন বাড়িতে আছেরহিম গতকাল এখানে ছিলতার দুইটি কুকুর ছিলমেয়েটির দুইটি পুতুল ছিলআমার একটি পোষা পাখি ছিলরতন তখন বাজারে ছিলনাসিমার দুইটি কলম ছিলমামুন এ কলেজের ছাত্র ছিলআমার সেখানে যাওয়ার কথা ছিলবাংলাদেশের রাজধানী ঢাকাতোমার নাম আবুলছেলেটি খুব ভালআরব দেশে এক চোর ছিলবহুদিন আগে সে দেশে এক দয়ালু রাজা ছিলআমাদের দুইটি গাড়ি ছিলতাহাদের একটি আমবাগান আছেআমার বাড়ি বরিশালে আমবাগানেগরুর চারটি পা আছে ও একটি লম্বা লেজ আছেকরিমের একটি সাদা পুতুল আছেতার আমেরিকা যাওয়ার কথা আছেআমরা এখন কাজে যাব

Parts of Speech-ই Grammar-এর মূল ভিত্তি। উহাকে যৌক্তিকভাবে এবং ভালভাবে রপ্ত না করলে ইংরেজি ভাষা বা Grammar কোনটাতেই দক্ষতা অর্জন করা যাবে না।
G. Name the Part of Speech of each of the words of the following Sentences:
 1. The cow gives us milk. 2. Farmers milk their cows. 3. Cats catch mice. 4. It was a good catch. 5. The ground is hard. 6. Grace works hard. 7. Today is Sunday. 8. Tuktuki will come today. 9. He kept the fast for a week. 10. Muslims fast in the month of Ramadan. 11. He is right man in the right place. 12. God defends the right. 13. he is like his father. 14. I like the offer. 15. That is a nice shirt.


Practice - 02
Use the right form of words in brackets
(Parts of Speech & Suffix and Prefix)
(Parts of Speech এবং Suffix-Prefix সম্বন্ধে Perfect ধারনা নিয়ে অনুশীলন করতে হবে।)
1. She does not like to work with any (hesitate). 2. (Sudden) she saw a rabbit. 3. (Quick) she followed the thief. 4. Cricket is a very interesting (play). 5. (Storm) wind began to blow. 6. They shouted with (enjoy). 7. Robinson Crusoe was a good (swim). 8. The old man is (thirst). 9. The sailors were suffering from (thirsty). 10. The sun shines (bright). 11. The sum is very (easily). 12.He is at (easy) now. 13. I have no (able) to buy a car. 14. He (able) me to go to London. 15. He did it (able). 16. I was (ability) to buy a car. 17. The book is very (need) to me. 18. We must overcome every (difficult) here. 19. He faced many (difficulty) problems. 20. He made money by (sell) his goats. 21. We shall desire (happy). 22. He resigned the post (will). 23. He came to meet me (glad). 24. Mr. Rahim is a (fortune) person. 25. (Fortunate) he won the lottery. 26. In our country we need (properly) education for the new generation. 27. She is a (glory) student. 28. He played today very (good). 29. In (heat) weather we long for (rainy). 30. In (rain) season it rains (heavy). 31. He has come here (new). 32. It's notable for (new). 33. I want (newly) in everything. 34. Rahaman bought a (newly) shirt. 35. It is out of (human). 36. I feel here (lone). 37. We brought the baby to (safe). 38. He returned (safe). 39. You are now (safely) here. 40. He ran away (quick) along the road. 41. This food is not (eat). 42. The water of this well is not (drink). 43. He is (good) today. 44. He booked the (good) for Dhaka. 45.  (Hot) can boil water. 46. The Tajmahal is a (wonderful) of the world. 47. I (wonderful) at his coming here again. 48. Chunnu (wonder) scored the goal. 49. Rustam fought against Shohrab (brave).  50. He is famous for his (brave). 51. The ship rested unmoving on the (ice) water. 52. They fought a terrible (fought). 53. (Dead) comes comes to every life. 54. Alas! He is (death). 55. He (dead) of cholera. 56. His memories are (live) in me. 57. The match is broadcast (alive). 58. I feel (sleep).
59. You need a (sleeping) now. 60 Our team needs a good (coacher).

Previous Page                                                                             Next Page

No comments:

Post a Comment