English Grammar | English Language: American Dream

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Sunday, May 29, 2016

American Dream

American Dream vs Great Leader

গত শতাব্দীর ৮০-র দশকের শেষের দিকে আমি ঢাকায় Alico-র একটা Agent Recruiting Seminar-এ বসেছিলাম। একজন সুদর্শন, স্মার্ট ভদ্রলোক একটা উপভোগ্য বক্তব্য রাখলেন।

নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, তিনি জগন্নাথ কলেজের (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) শিক্ষক ছিলেন। শিক্ষকতা ছেড়ে তিনি Alico-তে যোগ দিলেন আর তার কপাল খুলে গেল।এখন তার ...... অনেক প্রলুব্ধকর কথাবার্তা। তবে তা রসসিক্ত।

কপাল খোলার আগে তার সংসার চলতো ব, বে, বো দিয়ে।

অর্থাৎ, বউ কিছু বললেই, আনব, করব, হবে, যাবো, ইত্যাদি always futurity নির্দেশক। আর এখন তার পকেটে ২/৩ টা visa card বা credit card। 5 star হোটেলে ঢুকে ৫০,০০০ হাজার টাকা বিল হলেও কেউ তাকে আটকাবে না। Just like “American Dream”।

American Dream-ই তিনি সবাইকে দেখালেন।

তার কথাগুলো মনে পড়ার কারন, বাংলা ভাষায় ইদানীং ব, বে, বো-র অবিরাম ব্যবহার দেখে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে রাখতে হবে, সোনার বাংলা গপড়তে হবে, বৃত্ত ভাঙতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, ইত্যাদি অনেক গাল ভরা কথা সবাই বলে। আমিও বলি। কেউ করে না।

At least এ কথাটাও কেউ বলে না যে, এসো করি, এসো ভাঙ্গি, এসো গড়ি।

নেতা দরকার। জাতি এখন American Dream-এ আসক্ত। পকেট হাতালেই প্রমান মিলবে। TIN নম্বরে বোঝা যাবে না। তা যত digit-এরই হোক।

No comments:

Post a Comment