English Grammar | English Language: সোনার ছেলেরা

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Tuesday, May 17, 2016

সোনার ছেলেরা

সোনার ছেলেরা

বহুদিন আগের কথা।
আমি সদর রোডে একটি দোকানে আড্ডা দিচ্ছিলাম। সেখানে আলেকান্দার এক বিশিষ্ট ব্যক্তিও ছিলেন। সময়টা হয়তো ১৯৯৩ সাল হবে।
দেশ ও জাতির দুর্দশা নিয়ে কথা হচ্ছিল।
প্রসঙ্গক্রমে ভদ্রলোক বললেন, “আইয়ুব খান ১৯৬৫ সালে এ দেশে family planning চালু করে দেশটার ক্ষতি করেছে।”
আমি তার মন্তব্যের ব্যাখ্যা চাইলাম। তিনি বললেন, “তৎকালে দেশের শিক্ষিত, সচেতন ও অভিজাত ব্যক্তিরা family planning গ্রহন করে জন্ম-নিয়ন্ত্রন করেছেন। কিন্তু অশিক্ষিত, মূর্খ, বস্তিবাসী বা ছোটজাতের ধর্মান্ধ লোকগুলো ধর্মান্ধতার কারনেই জন্ম-নিয়ন্ত্রন থেকে বিরত রয়েছে। ফলে, ভদ্রলোকেরা দেশে এখন সংখ্যালঘু এবং অজাত-বিজাত, কুলাঙ্গারেরা সংখ্যাগুরু।”
ভোটে দাঁড়াতে হলে বস্তি দখল করতে হয়। কারন বস্তিতে ভোট বেশী। মাদকের গুদামও বস্তিতে। বর্তমান বহু নেতৃত্বের উত্থান বা জন্মও বস্তিতে।
প্রসঙ্গত উল্লেখ করতে হয় যে, family planning প্রবর্তনের প্রথমদিকে ধর্মান্ধরা জন্ম-নিয়ন্ত্রনের বিরোধিতা করে জোর প্রচারনা চালিয়েছিল।
দ্বিতীয়তঃ ’৪৭-এ দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর এদেশের শিক্ষিত, সচেতন, অভিজাত হিন্দুরা রাতারাতি দেশ ত্যাগ করলেন।
তৃতীয়তঃ মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৪ই ডিসেম্বর নিজামীরা পরিকল্পিতভাবে যে বুদ্ধিজীবি ধ্বংস যজ্ঞ চালাল, তার পরিনতি আমাদের অজানা নয়।
চতুর্থতঃ স্বাধীনতা-উত্তর বেশীর ভাগ অভিজাত শ্রেনীই এখন প্রবাসী। তাহলে দেশে এখন আছে কারা?

শুধুই সোনার ছেলেরা.........
সোনার ছেলেরা দেশের এখন সব নব্য ধনী। লজ্জা-ভয় এদের নেই। শুধু ক্রোধটাকে বাদ দিতে পারলেই এরা স্বামীজীর উপযুক্ত disciple হতে পারত।
কারন, স্বামী বিবেকানন্দ বলেছেন, ক্রোধ, লজ্জা, ভয় – এ তিন থাকিতে নয়।
এই সোনার ছেলেরাই এখন দেশ চালায় ---- সরকার চালায়।
কারন ক্ষমতায় যেতে হলে এ কুলাঙ্গারদেরকেই পরিতোষন করতে হয়, এ সোনার ছেলেদের আশীর্বাদ নিয়েই ক্ষমতায় যেতে হয়।
সোহেল তাজ সোনার ছেলে হতে পারেন নি। তাই প্রবাসী হলেন।
অনেকে আবার প্রবাস জীবন বাদ দিয়ে সোনার ছেলে হওয়ার জন্য স্বদেশ প্রত্যাবর্তনও করেছেন।
তবে আশার কথা হল, রাজনৈতিক দলের আশ্রয় ছাড়া কেউই সোনার ছেলে হতে পারেন নি।

1 comment:

  1. Jackpot City Casino site - Lucky Club
    Jackpot City Casino · Mobile Review · No deposit Bonus · Promo 카지노사이트luckclub Code · Play All Slots · Games. · Jackpot City Casino · 100% up to $1600 · Mobile Welcome Offer.

    ReplyDelete