English Grammar | English Language: Result

Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Saturday, May 14, 2016

Result

Result causes suicide

সামাজিক culture থেকে বেরোনো নির্বোধদের পক্ষে কঠিন। বর্তমানে আমাদের public পরীক্ষাগুলো A+ culture-এ আক্রান্ত। সরকার পরিকল্পিতভাবে এ culture তৈরী করেছে। Result out হলেই চারদিকে A+ এর বন্যা। তবে এ রোগে বেশী আক্রান্ত সে সব মায়েরা যারা সামান্য শিক্ষিত বা অর্ধশিক্ষিত। বিয়ের পর থেকেই তাদের জীবনের লক্ষ্য হয়ে যায়, তাদের ছেলে বা মেয়ে A+ পাবে। এ লক্ষ্য অর্জনে তাদের চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি থাকেনা। সার্বক্ষনিক ছেলে-মেয়েকে কোচিং-এ নিয়ে যাওয়া, সারাক্ষন ‘পড় পড়’ বলে উত্যক্ত করা এবং বাসায় প্রতি subject-এ private tutor রেখে স্বামীর উপার্জনের ১২টা বাজানো।

ফলে ছেলে মেয়ের নিজস্ব পড়ার কোন সময়ই থাকেনা। ফলতঃ A+ এর স্বপ্ন তাকে মুলতঃ অশিক্ষিত করে রাখে।

Result out-এর সময় আসন্ন হলে ছেলে-মেয়েরা tension-এ পড়ে যায়।যদি A+ না পায়! কিন্তু মায়েদের উৎসাহের ঘাটতি ঘটেনা। কারন তাদের এত ত্যাগ, এত অর্থদন্ডতো আর বৃথা যেতে পারেনা। তবে এদের কেউই ছেলে-মেয়ের পেটের খবরটি রাখেনা।

বোকা মায়েদের প্রদর্শিত স্বপ্ন ছেলে-মেয়েদেরকেও এতটাই স্বপ্নবিলাসী করে তোলে যে, অন্যথা হলেই ধপ্পাস।

ভয়-আতংক-লজ্জা তাদেরকে তখন পালাতে উতসাহিত করে। তখন তারা মনে করে পালানো ছাড়া তাদের আর কোন পথই খোলা নেই।

অভিভাবকদেরকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। কারন ছেলে-মেয়েরা তাদেরই একান্ত নিজস্ব সম্পদ।

পাশাপাশি সরকারকেও ভাবতে হবে। শিক্ষায় ঘাটতি রেখে এত A+ এর উল্লাস কেন?

প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী শুধুই A+ এর সংখ্যাটাই দেখেন। গুণগত মানটা টের পায় যারা এদেরকে নিয়ে তৃনমূল পর্যায় কাজ করে।

No comments:

Post a Comment