Result causes suicide
সামাজিক culture থেকে বেরোনো নির্বোধদের পক্ষে কঠিন। বর্তমানে আমাদের public পরীক্ষাগুলো A+ culture-এ আক্রান্ত। সরকার পরিকল্পিতভাবে এ culture তৈরী করেছে। Result out হলেই চারদিকে A+ এর বন্যা। তবে এ রোগে বেশী আক্রান্ত সে সব মায়েরা যারা সামান্য শিক্ষিত বা অর্ধশিক্ষিত। বিয়ের পর থেকেই তাদের জীবনের লক্ষ্য হয়ে যায়, তাদের ছেলে বা মেয়ে A+ পাবে। এ লক্ষ্য অর্জনে তাদের চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি থাকেনা। সার্বক্ষনিক ছেলে-মেয়েকে কোচিং-এ নিয়ে যাওয়া, সারাক্ষন ‘পড় পড়’ বলে উত্যক্ত করা এবং বাসায় প্রতি subject-এ private tutor রেখে স্বামীর উপার্জনের ১২টা বাজানো।
ফলে ছেলে মেয়ের নিজস্ব পড়ার কোন সময়ই থাকেনা। ফলতঃ A+ এর স্বপ্ন তাকে মুলতঃ অশিক্ষিত করে রাখে।Result out-এর সময় আসন্ন হলে ছেলে-মেয়েরা tension-এ পড়ে যায়।যদি A+ না পায়! কিন্তু মায়েদের উৎসাহের ঘাটতি ঘটেনা। কারন তাদের এত ত্যাগ, এত অর্থদন্ডতো আর বৃথা যেতে পারেনা। তবে এদের কেউই ছেলে-মেয়ের পেটের খবরটি রাখেনা।
বোকা মায়েদের প্রদর্শিত স্বপ্ন ছেলে-মেয়েদেরকেও এতটাই স্বপ্নবিলাসী করে তোলে যে, অন্যথা হলেই ধপ্পাস।
ভয়-আতংক-লজ্জা তাদেরকে তখন পালাতে উতসাহিত করে। তখন তারা মনে করে পালানো ছাড়া তাদের আর কোন পথই খোলা নেই।
অভিভাবকদেরকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। কারন ছেলে-মেয়েরা তাদেরই একান্ত নিজস্ব সম্পদ।
পাশাপাশি সরকারকেও ভাবতে হবে। শিক্ষায় ঘাটতি রেখে এত A+ এর উল্লাস কেন?
প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী শুধুই A+ এর সংখ্যাটাই দেখেন। গুণগত মানটা টের পায় যারা এদেরকে নিয়ে তৃনমূল পর্যায় কাজ করে।
No comments:
Post a Comment